ফের আক্রান্ত সাংবাদিক, নিন্দা জানালো প্রেস ক্লাব

আগরতলা, ১৪ জানুয়ারি: ফের আক্রান্ত সাংবাদিক। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় বড়দোয়ালী চৌধুরীমিল এলাকায় আক্রান্ত হলেন আগরতলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মৃনাল দেবনাথ। গত ১৩ জানুয়ারি মঙ্গলবার রাত প্রায় এগারোটা নাগাদ দৈনিক সংবাদ পত্রিকার কাজ শেষ করে বাড়িতে ফিরে যাওয়ার সময় চারজন দুর্বৃত্ত তার ওপর প্রাণঘাতি আক্রমণ চালিয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় আক্রান্ত হওয়ার পর স্থানীয় এডিনগর থানার ওসিকে একাধিক বার ফোন করলেও তিনি কোন ধরনের সাড়া দেননি। পুলিশের ভূমিকা সন্তোষজনক ছিলনা, ফলে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন আক্রান্ত সাংবাদিক। দুর্বৃত্তরা মৃনাল দেবনাথকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ও তার উপর প্রাণঘাতী হামলা চালায়।

যদিও সে কোনোভাবে প্রাণে রক্ষা পায় ও সহকর্মীদের সাহায্য নিয়ে আইজিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। এই আক্রমণের নিন্দা জানিয়েছে আগরতলা প্রেসক্লাব। পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকার কড়া সমালোচনা করছে এবং উদ্বেগের সঙ্গে এলাকার বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার দৃষ্টিতেও গোটা বিষয়টি নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে আগরতলা প্রেসক্লাব দোষীদের অতিদ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Leave a Reply