নয়া দিল্লি, ১৪ জানুয়ারি : নাগরিকত্ব নিয়ে ন্যূনতম সন্দেহ থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি চলাকালে এই অবস্থান স্পষ্ট করেন। তবে, কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তার কারণে ইআরও (এলেক্টোরাল রোল অফিসার) যদি কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় না রাখেন, তা হলেও ওই ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়া বা ডিপোর্ট করার অধিকার কমিশনের নেই।
বিচারপতি জয়মাল্য বাগচী, এসআইআর প্রক্রিয়ার বিষয়ে মন্তব্য করে কমিশনের আইনজীবীর কাছে জানতে চান, “কেন্দ্রীয় সরকার যদি কোনো ব্যক্তির নাগরিকত্ব নির্ধারণ না করে, তবে সেই ব্যক্তি কি ভোটাধিকার হারাবেন?”
এ উত্তরে কমিশনের আইনজীবী জানান, এসআইআর প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো নাগরিক নয় এমন ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তবে নাগরিকত্বের চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের হাতে।
এদিকে, তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন। তাঁদের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, কমিশনের তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদরা।
এছাড়া, এসআইআর প্রক্রিয়া সম্পর্কে কমিশন যে সব নির্দেশনা দিচ্ছে, সেগুলি সমাজমাধ্যমের মাধ্যমে পাঠানো হচ্ছে বলে আদালতকে জানান কপিল সিব্বল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসআইআর সংক্রান্ত কাজের নির্দেশ বিএলও-দের পাঠানো হচ্ছে।
আগামী ১৫ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে প্রধান বিচারপতির আদালতে।
2026-01-14

