‘রাষ্ট্রবাদী’ নেতাদের দৌলতে মেলাঘর–কাঁকড়াবন রুটের অটো চলাচল মুখ থুবড়ে পড়ার আশঙ্কা

আগরতলা, ১৩ জানুয়ারি : মেলাঘর–কাঁকড়াবন রুটে অটো চলাচল নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগ, বৈধ পারমিট থাকা সত্ত্বেও মেলাঘরের অটো রিকশাগুলিকে কাঁকড়াবন বিএমএস শাখা সড়কে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মেলাঘর বিএমএস শাখা ও অটো চালকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, গোমতী জেলার কাঁকড়াবন বিএমএস শাখার বিরুদ্ধে চরম অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। মেলাঘরের যেসব অটো চালকদের বৈধ পারমিট রয়েছে।মেলাঘর টু কাঁকড়াবন ভায়া তৈবান্দাল সেই পারমিট অনুযায়ী তারা যাত্রী নিয়ে কাঁকড়াবন পর্যন্ত গেলেও, ফেরার সময় কাঁকড়াবন বিএমএস শাখা তাদের কোনও নাম্বার বা অনুমতি দিচ্ছে না। ফলে ওই সড়কে অটো চালাতে বাধার মুখে পড়ছেন চালকরা।

অটো চালকদের দাবি, বৈধ পারমিট থাকা সত্ত্বেও কাঁকড়াবন বিএমএস শাখার এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি ও অন্যায়। বিষয়টি নিয়ে একাধিকবার মেলাঘর বিএমএস-এর পক্ষ থেকে কাঁকড়াবন বিএমএস শাখাকে অবগত করা হলেও তারা কোনওভাবেই তা মানতে রাজি নয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মেলাঘর বিএমএস-এর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। তাদের দাবি, অবিলম্বে কাঁকড়াবন বিএমএস শাখার এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করে মেলাঘর–কাঁকড়াবন রুটে স্বাভাবিক অটো চলাচল নিশ্চিত করা হোক।

এদিন মেলাঘর বিএমএস অফিসে আয়োজিত এক বৈঠকে পুরো বিষয়টি তুলে ধরেন মেলাঘর বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার, মেলাঘর বিএমএস-এর বাস ও জিপ গাড়ির সেক্রেটারি বাবুল মিয়া এবং সিপাহীজলা ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘের মেলাঘর সেক্রেটারি সুদীপ দাস। সকলের একটাই দাবি, কাঁকড়াবন বিএমএস শাখার এই অনৈতিক কার্যকলাপ বন্ধ করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

এদিকে, এই সমস্যা দ্রুত সমাধান না হলে মেলাঘর–কাঁকড়াবন রুটে অটো পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চালকরা, যার প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের ওপরও।

Leave a Reply