আগরতলা, ১২ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক বলে জানান পুলিশ আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বনিয়াচড়া এলাকার বাসিন্দা পবিত্র নম:র বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে ওই বাড়ি থেকে মোট ৩৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে। উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

