আগরতলা, ১১ জানুয়ারি: চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ দিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের দেওয়া রায়কে ঐতিহাসিক, যুগান্তকারী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আখ্যা দিল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সম্পাদক অজয় পাল এই রায়কে স্বাগত জানান।
তিনি বলেন, এই রায়ের ফলে টিআরবিটি পরিচালিত টেট শিক্ষকরা চাকরির প্রথম দিন থেকেই রেগুলার পে স্কেল পাওয়ার অধিকারী হবেন। বিশেষ করে যারা পাঁচ বছরের ফিক্সড পে-তে রয়েছেন, তারাও এই রায়ের সুফল পাবেন।
অজয় পাল আরো বলেন, সংগঠন দীর্ঘদিন ধরেই ফিক্সড পে প্রথার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে এবং চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম চালুর দাবি জানিয়ে আসছে। আদালতের এই রায় সেই দাবির নৈতিক ও আইনগত স্বীকৃতি। তিনি বিচারপতি, আইনজীবী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
সংবাদিক সম্মেলনে অজয় পাল আরও বলেন, অষ্টম বেতন কমিশন গঠন, গ্রেড পে-র বৈষম্য দূরীকরণ, ডিএ-সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবিও সংগঠনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা দফতরের কিছু আধিকারিকের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-এর কাছে আবেদন জানানো হয়েছে, যাতে তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করে দ্রুত এই রায় কার্যকর করেন। রাজ্য সরকার, মন্ত্রিসভা ও আমলাদের উদ্দেশ্যেও এই রায় বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ দত্ত সহ সদস্য সুরজিত দত্ত, বলরাম রায়, সনন্দ পাল, মিসর দাস ও পূর্নেন্দু সূত্রধর।

