সাব্রুমে ছাত্রী আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পড়াশোনার সামগ্রী

আগরতলা, ১১ জানুয়ারি: রবিবার সকালে সাব্রুম মহকুমার অন্তর্গত দশরথ দেব মেমোরিয়াল রেসিডেন্সিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আচমকা আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের ছাত্রীদের মধ্যে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

দোতলায় অবস্থিত ছাত্রীদের আবাসনে এই অগ্নিকাণ্ড ঘটে। আগুনের জেরে ছাত্রীদের বইপত্র, খাতা, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, এমনকি তাদের খাটও সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনও ছাত্রী হতাহত হননি বলে জানা গেছে। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply