নাবালিকা হকি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ; গ্রেফতার হরিয়ানার জুনিয়র কোচ

রেওয়ারি, ১১ জানুয়ারি : খেলার মাঠের শৌচাগারে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক জুনিয়র হকি কোচের বিরুদ্ধে। নারকীয় এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি জেলায়। নির্যাতিতা নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর সম্প্রতি তার গর্ভপাত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্ত কোচকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রী জানিয়েছে, গত তিন বছর ধরে সে অভিযুক্ত কোচের কাছে প্রশিক্ষণ নিচ্ছিল। অভিযোগ, মাস চারেক আগে স্টেডিয়ামের বাথরুমের ভেতর তাকে প্রথমবার ধর্ষণ করেন ওই কোচ। লোকলজ্জার ভয়ে এবং ভয়ে শুরুতে সে মুখ না খুললেও, পরে শারীরিক পরিবর্তনের ফলে বিষয়টি প্রকাশ্যে আসে।

নির্যাতিতা ওই কিশোরী জানায়, ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল। গত ৫ই জানুয়ারি আচমকা তার গর্ভপাত হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার খোল থানায় ওই কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা।

অভিযোগ পাওয়ার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ অভিযুক্ত জুনিয়র কোচকে গ্রেফতার করে। রেওয়ারি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

শনিবার অভিযুক্তকে স্থানীয় আদালতে পেশ করা হলে বিচারক তাকে দু’দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছেন। ঘটনার পেছনে অন্য কারোর মদত ছিল কি না বা অভিযুক্ত এর আগেও এমন কাজ করেছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply