অমিত শাহ থিরুবনন্তপুরমে ‘মিশন ২০২৬’ চালু, কেরলে বিজেপি সরকার গঠন হবে লক্ষ্য

থিরুবনন্তপুরম, ১১ জানুয়ারি: কেরালার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ রবিবার ‘মিশন ২০২৬’ ঘোষণা করেছেন। তিনি বিজেপি সদস্যদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, কেরালায় একটি বিকশিত রাজ্য গড়ে তুলতে এবং বিজেপি সরকারের অধীনে সেই লক্ষ্য অর্জন করতে কাজ করছে বিজেপি।

উদয় প্যালেস কনভেনশন সেন্টারে কোভিডিয়ারে অনুষ্ঠিত এই সম্মেলনে অমিত শাহ বলেন, “বিকশিত ভারত গঠনের পথ কেরালার বিকাশের মধ্য দিয়ে যাবে। বিজেপি কেরালার উন্নয়নে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং আমরা একটি বিকশিত কেরালা গঠন করতে প্রতিজ্ঞাবদ্ধ।”

এছাড়া, সাবরি মালা সোনা কেলেঙ্কারি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “এই কেলেঙ্কারির সাথে যুক্ত দুই মন্ত্রী জনগণের মনে অপরাধী হিসেবে চিহ্নিত। তারা এমন তদন্ত পরিচালনা করতে পারবেন না, যা নিরপেক্ষ হবে। যারা সাবরি মালার সম্পদ রক্ষা করতে পারেননি, তারা আমাদের বিশ্বাসও রক্ষা করতে পারবেন না। গোটা দেশই এই বিষয়ে উদ্বিগ্ন।”

অমিত শাহ আরো বলেন, “প্রধানমন্ত্রী একটি সুষম উন্নয়ন মডেল উপস্থাপন করেছেন এবং ভারতের অবকাঠামো এখন বিশ্বমানের। কেরালাও একটি ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে শুধুমাত্র রেমিটেন্স অর্থনীতির উপর নির্ভরশীল না হয়ে একটি নতুন দিশা নিতে হবে।”

Leave a Reply