ধর্মনগর, ১১ ডিসেম্বর : এডিসি নির্বাচনের প্রচার শেষ করে শনিবার রাতে ধর্মনগরে রাত্রিযাপন করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। রবিবার সকালে তিনি ধর্মনগর তেল ডিপো পরিদর্শনে যান। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী চুড়াইবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
চুড়াইবাড়ি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে তাঁর কাছে অভিযোগ আসছিল যে বড় বড় যানবাহনে নির্ধারিত মাপের তুলনায় অতিরিক্ত পাথর বোঝাই করে পরিবহণ করা হচ্ছে। এদিন সরেজমিনে গিয়ে তিনি কয়েকটি এমন যানবাহন প্রত্যক্ষ করেছেন বলেও জানান। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, তিনি কারও ব্যবসার ক্ষতি করতে চান না, তবে সরকারি নিয়ম মেনে কাজ করতেই হবে। অতিরিক্ত পাথর বোঝাই করে পরিবহণের ফলে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি বিষয়টিতে কড়া নজরদারির নির্দেশ দেন।
এরপর মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাড়িতে গিয়ে তাঁর আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান। পরে তিনি ধর্মনগর জেলা বিজেপি কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
2026-01-11

