বিজেপির ঘৃণার রাজনীতিতে রাজ্য জ্বলছে: আশীষ

আগরতলা, ১০ জানুয়ারি : বিজেপির ঘৃণার রাজনীতি রাজ্যকে জ্বলিয়ে তুলেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সামাজিক সৌহার্দ্য ধ্বংসের পথে রয়েছে। আজ ফটিকরায়ে চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর বিবাদের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

প্রসঙ্গত, ফটিকরায় থানার অধীন কাঞ্চনবাড়ি মেইন রোডের সায়দারপার ভৈরব থলিতে আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য ভৈরব মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। চাঁদা তুলতে গিয়ে মেলা কমিটির সদস্যদের সঙ্গে কাঠবোঝাই গাড়ির মালিক মসব্বির আলীর বচসা শুরু হয়। সেই বচসা দ্রুতই সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর কিছু মানুষ রাস্তা অবরোধ করে এবং একাধিক দোকানে অগ্নিসংযোগ করে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মারপিট ও আগুন লাগানোর ঘটনায় গোটা এলাকা অশান্ত হয়ে ওঠে। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রী সাহা আরও বলেন, বিজেপি সরকারের শাসনে ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত হিংসার রাজনীতি হচ্ছে। প্রশাসন পুরোপুরি ব্যর্থ। রাজনৈতিক উদ্দেশ্যে ভীতি ও বিভেদ সৃষ্টি করা হচ্ছে, যা সমাজে অস্থিরতা ও উত্তেজনা ছড়াচ্ছে। তিনি বর্তমান পরিস্থিতিকে দুঃখজনক ও নিন্দনীয় হিসেবে বর্ণনা করেন এবং রাজ্য প্রশাসনের কাছে সক্রিয় হস্তক্ষেপের দাবি জানান।

Leave a Reply