তেহরান, ১০ জানুয়ারি: ইরানজুড়ে সরকার-বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় আন্দোলনকারীদের উপর হিংস্র দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল বিশ্বনেতারা। এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীরা ইরানের নাগরিকদের সাহসিকতার প্রশংসা করেন এবং সরকারকে প্রাণঘাতী শক্তি প্রয়োগ বন্ধ করে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানান।
দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় নিরাপত্তা বাহিনীর ব্যাপক মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সরকার দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা কার্যত বন্ধ করে দিয়েছে। সূত্রের খবর, বর্তমানে ইরানে ইন্টারনেট সংযোগ মাত্র প্রায় এক শতাংশে নেমে এসেছে।
টানা ত্রয়োদশ দিনে পা দিয়েছে ইরানের এই গণআন্দোলন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকেই শুরু হলেও, ধীরে ধীরে এই বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার অবসানের দাবিতে রূপ নিয়েছে। উল্লেখযোগ্যভাবে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে বর্তমান শাসনব্যবস্থা ক্ষমতায় রয়েছে, যা সে সময় পশ্চিমাপন্থী শাহের সরকারকে উৎখাত করেছিল।
আন্তর্জাতিক মহলের মতে, চলমান পরিস্থিতি ইরানের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে।
_____

