বিএনপির চেয়ারপার্সন হলেন তারেক রহমান

ঢাকা, ১০ জানুয়ারি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নতুন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেলেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। প্রাক্তন প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের দলনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে সৃষ্ট শূন্যতা পূরণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার রাতে ঢাকার বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে চেয়ারপার্সন হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সংবিধান অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ২০১৮ সাল থেকে ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের দায়িত্ব পালন করে আসা তারেক রহমান এবার আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করলেন। উল্লেখযোগ্যভাবে, ওই বৈঠকে সভাপতিত্বও করেন তারেক রহমান নিজেই। উপস্থিত ছিলেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারক স্তরের একাধিক শীর্ষ নেতা।

জানা গেছে, জরুরি ওই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। পাশাপাশি, আগামী দিনে বিএনপি কোন পথে এগোবে, সে সম্পর্কেও একটি রূপরেখা তৈরি করা হয়েছে।
_____

Leave a Reply