পশ্চিমাঞ্চল কমান্ডের ইনভেস্টিচার অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান, সেনাদের প্রশংসায় লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার

নয়াদিল্লি, ১০ জানুয়ারি: দেশের সুরক্ষায় অটল নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে পশ্চিমাঞ্চল কমান্ডের সর্বাধিনায়ক (জিওসি-ইন-সি) লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার আজ সেনা সদস্য ও বিভিন্ন ইউনিটকে বীরত্ব পুরস্কার প্রদান করেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠিত পশ্চিমাঞ্চল কমান্ড ইনভেস্টিচার অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার বলেন, সাম্প্রতিক বিভিন্ন অভিযানে, বিশেষ করে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য পশ্চিমাঞ্চল কমান্ডের প্রস্তুতি ও পেশাদার দক্ষতার স্পষ্ট প্রমাণ। তিনি পুরস্কারপ্রাপ্ত সেনা সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, তাঁদের সাহস ও কর্তব্যনিষ্ঠা সমগ্র ভারতীয় সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণার উৎস।

আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চরিত্রের প্রসঙ্গ তুলে ধরে লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার উচ্চমাত্রার অপারেশনাল প্রস্তুতি বজায় রাখা এবং আধুনিক যুদ্ধক্ষমতা আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে উন্নত প্রযুক্তি ও ড্রোন ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতের সংঘর্ষে প্রযুক্তি যে নির্ণায়ক ভূমিকা পালন করবে, সে কথাও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই ভারতীয় সেনাবাহিনীর মূল শক্তি। দেশের সেবায় নিষ্ঠা ও বীরত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি সেনাবাহিনীর সব স্তরের সদস্যরা অটুটভাবে বজায় রাখবে বলেও তিনি দৃঢ়ভাবে জানান।
_____

Leave a Reply