কৈলাসহর, ১০ জানুয়ারি: গ্রামীণ জনগণের কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া এমজিএনরেগা (মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা) প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। এই নাম পরিবর্তনের মাধ্যমে প্রকল্পটির মূল ভাবনা, অধিকার ও গুরুত্বকে ক্ষুণ্ণ করা হচ্ছে—এই অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানাল কংগ্রেস নেতৃত্ব।
এই ইস্যুতে আজ কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদীয় দলনেতা ও স্থানীয় বিধায়ক বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মহম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, রুনু মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, এমজিএনরেগা শুধুমাত্র একটি প্রকল্প নয়, এটি গ্রামীণ মানুষের আইনগত অধিকার। রাজনৈতিক উদ্দেশ্যে এই প্রকল্পের নাম পরিবর্তন করে তার গুরুত্ব কমানোর চেষ্টা করা হচ্ছে। এর ফলে গ্রামীণ শ্রমজীবী মানুষের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে কংগ্রেসের দাবি।
বক্তারা আরও জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল দেশজুড়ে আন্দোলনের পাশাপাশি ঊনকোটি জেলাতেও চার ঘণ্টার প্রতীকী উপবাস কর্মসূচি পালন করা হবে। কৈলাসহর জেলা কংগ্রেস ভবন প্রাঙ্গণে বেলা ১২টা থেকে এই উপবাস কর্মসূচি শুরু হবে। কংগ্রেসের প্রধান দাবি—এমজিএনরেগা প্রকল্পের নাম পরিবর্তনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং প্রকল্পের আওতায় গ্রামীণ জনগণের সমস্ত প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
সাংবাদিক সম্মেলনে ফটিকরায়ের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা নিয়েও মুখ খুলেন বিধায়ক বিরজিত সিনহা। তিনি বলেন,
“ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় নিরীহ সংখ্যালঘু মানুষ ও তাঁদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে।”
তিনি আরও জানান, এই বিষয়ে তিনি সরাসরি রাজ্যের ডাইরেক্টর জেনারেল অব পুলিশের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ঘটনার নিরপেক্ষ ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন।
কংগ্রেস নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবে।

