আগরতলা, ১০ জানুয়ারি : নাগাল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে ৮ দিন ধরে নিখোঁজ
রাজ্যের এক ব্লগার। তাঁর নিখোঁজ হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর বাবা–মা। নিখোঁজ যুবকের নাম প্রণব দাস (২৩)। তিনি শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি পাড়ার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, প্রণব দাস বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও সংগ্রহ করতেন এবং সেগুলি ব্লগের মাধ্যমে প্রকাশ করতেন। কিছুদিন আগে ভিডিও সংগ্রহণের জন্য নাগাল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল সে। নাগাল্যান্ড পৌঁছে মা বাবার সাথে কথাও বলেছিল সে। কিন্তু
৩ জানুয়ারির পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজন ও পরিচিতদের মধ্যে খোঁজখবর করেও পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান মেলেনি।
এই ঘটনায় প্রণব দাসের পরিবার শ্রীনগর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছে। তবে অভিযোগ, ডায়েরি করার পরও পুলিশ তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রণব দাসের বাবা অভিযোগ করে বলেন, একাধিকবার থানায় যোগাযোগ করা হলেও তাঁরা কোনও সহযোগিতা পাননি।
ছেলের নিখোঁজ হওয়ায় গভীর উদ্বেগে ভেঙে পড়েছেন বাবা–মা। নিরুপায় হয়ে তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এলাকার বিধায়কের কাছে ছেলেকে উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ ও সহযোগিতার আবেদন জানিয়েছেন। পরিবারের একমাত্র দাবি, প্রণব দাসকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিক এবং তাঁদের এই অসহায় অবস্থার অবসান ঘটাক।

