মোদী ট্রাম্পকে ফোন না-করায় ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি ভেস্তে গিয়েছে, দাবি মার্কিন বাণিজ্যসচিবের

ওয়াশিংটন, ৯ জানুয়ারি: ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি ভেস্তে যাওয়ার পেছনের “নেপথ্য কারণ” প্রকাশ্যে এনেছেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। তাঁর দাবি, দুই দেশের মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন না করানোর কারণে চুক্তি সম্পন্ন হতে পারেনি।

একটি সাক্ষাৎকারে ট্রাম্পের ঘনিষ্ঠ এই মার্কিন শীর্ষ আধিকারিক বলেন, চুক্তি প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু একটা বিষয় স্পষ্ট, এটা ছিল ট্রাম্পের ডিল (চুক্তি)। কেবল একটাই কাজ বাকি ছিল—প্রধানমন্ত্রী মোদী যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করতেন, তবে চুক্তি চূড়ান্ত হয়ে যেত। কিন্তু মোদী ফোন করেননি।

লুটনিক আরও জানান, তারা ভেবেছিলেন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনামের আগেই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন করা যাবে। কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। ভারত-মার্কিন বাণিজ্যচুক্তির ভবিষ্যত সম্পর্কে লুটনিক বলেন, আমেরিকা যে শর্তে চুক্তিতে রাজি হয়েছিল, সেই শর্তগুলো এখন আর গ্রহণযোগ্য নয়। আমরা আর এই বিষয়টি নিয়ে ভাবছি না।

এছাড়া, ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম যে দেশগুলো বাণিজ্যচুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছিল, তার মধ্যে ভারত ছিল অন্যতম। গত বছর দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও, চুক্তি সফল হয়নি। বরং, আমেরিকা ভারত থেকে তেল আমদানি অব্যাহত রাখার জন্য ভারতের অধিকাংশ পণ্যের উপর ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক আরোপ করেছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এই চুক্তির অন্যতম শর্ত ছিল আমেরিকার আরোপিত শুল্ক প্রত্যাহার করা। তবে মার্কিন বাণিজ্যসচিবের মন্তব্য অনুযায়ী, ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি নিয়ে আপাতত আর কোনো আলোচনা হবে না। এটি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের ভবিষ্যত নিয়ে আরও নতুন প্রশ্ন তুলে দিলো।

Leave a Reply