শিলচরে বিপুল পরিমাণ জাল সিগারেট উদ্ধার; ভারত-মিয়ানমার সীমান্তে মাদকসহ ধৃত

শিলচর, ৭ জানুয়ারি : উত্তর-পূর্বাঞ্চলে চোরাচালান ও জাল পণ্যের কারবার রুখতে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। গত ৬ জানুয়ারি শিলচরের একটি গোডাউনে শুল্ক দপ্তরের সাথে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা মূল্যের জাল সিগারেট বাজেয়াপ্ত করেছে বাহিনী।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে আসাম রাইফেলস ও শুল্ক বিভাগ শিলচরের ওই গোডাউনে অতর্কিতে হানা দেয়। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ জাল সিগারেটের কনসাইনমেন্টটি শিলচর হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। সংগঠিত জালিয়াত চক্রের নেটওয়ার্ক ধ্বংস করতেই এই নিয়মিত যৌথ অভিযান চালানো হচ্ছে বলে বাহিনী সূত্রে খবর। আধিকারিকদের মতে, এই ধরণের অবৈধ ব্যবসা দেশের অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি।

শিলচরের এই অভিযানের পাশাপাশি ভারত-মিয়ানমার সীমান্তে মাদক বিরোধী অভিযানেও বড় সাফল্য মিলেছে। মিজোরামের সাইতুয়াল জেলার কাইফাং এলাকায় অভিযান চালিয়ে ১১.০৬২ কেজি মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করেছে আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশ।

আন্তর্জাতিক বাজারে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৩.১৮ কোটি টাকা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন একটি গাড়ি আটক করা হয়। গাড়ির ভেতর থেকেই এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।

পরবর্তী পদক্ষেপ: বাজেয়াপ্ত মাদক এবং ব্যবহৃত গাড়িটি পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য সাইতুয়াল পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলে মাদক ও জাল পণ্যের সরবরাহ শৃঙ্খল ভেঙে দিতে আগামী দিনেও এই ধরণের কড়া পদক্ষেপ জারি থাকবে বলে জানিয়েছে আসাম রাইফেলস।

Leave a Reply