আগরতলা, ৬ জানুয়ারি: কাঞ্চনপুরের চন্ডিপুর ভিলেজের খসিরায়পাড়ায় বিপুল পরিমাণ ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। আজ ১৪৯ পরিবারের প্রায় ৩৯০ জন ভোটার ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে তিপ্রা মথা-র একাধিক নেতৃত্বও রয়েছেন।
নবাগতদের বিজেপিতে বরণ করে নেন দলের প্রদেশ সম্পাদক ভূমিকানন্দ রিয়াং। এসময় তিনি বলেন, মানুষের উন্নয়ন ও স্বার্থরক্ষার লক্ষ্যে বিজেপি নিরলসভাবে কাজ করে চলেছে এবং এই যোগদান সেই আস্থারই প্রতিফলন।
এদিকে, তিপ্রা মথা ছেড়ে আসা নেতৃত্বদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা দলটির সঙ্গে যুক্ত থাকলেও এডিসি এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনওটাই বাস্তবায়িত হয়নি বলে দাবি তাঁদের। সেই কারণেই তারা শাসক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। স্থানীয় রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

