কৃষিমন্ত্রীর হাত ধরে গুজরাটের উদ্দেশ্যে রওনা হলো ১,০০০ কেজি অর্গানিক সাদা তিল

আগরতলা, ২ জানুয়ারি: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে আজ গুজরাটের উদ্দেশ্যে রওনা হলো ১,০০০ কেজি অর্গানিক সাদা তিল। এই তিল সরবরাহ করা হয়েছে মিডিয়া মাইন্ডস, আনন্দ (আমুলের একটি সহায়ক সংস্থা)-কে।

মন্ত্রী জানান, শীঘ্রই আরও ৫,০০০ কেজি সাদা তিল গুজরাটে পাঠানো হবে। সাদা তিলের চাহিদা অত্যন্ত বেশি। লোকনাথ অর্গানিক এফপিসি, ধলাই অর্গানিক এফপিসি ও ইয়াপরি অর্গানিক এফপিসি একত্রে কৃষকদের থেকে তিল সংগ্রহ করেছে যাতে তারা সঠিক মূল্য পান এবং আয় বৃদ্ধি পায়। রাজ্যের জৈব পণ্য এখন রাজ্যের বাইরে দারুণ জনপ্রিয়, যা আজকের এই উদ্যোগে প্রমাণিত হলো বলে দাবি মন্ত্রীর।

এদিনের অনুষ্ঠানে মন্ত্রী আন্তর্জাতিক অর্গানিক কৃষি দক্ষতা কেন্দ্র এবং শীল বায়োটেককে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন, তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও জানান, পাঁচটি সংস্থা এই এফপিসিগুলিকে প্রশিক্ষণ দেয়—কৃষকদের থেকে কিভাবে পণ্য সংগ্রহ করতে হয়, সঠিক মূল্য কিভাবে নিশ্চিত করা যায় এবং উৎপাদন কিভাবে বিপণন করা যায়।

মন্ত্রী আরো বলেন, কৃষকরা উৎপাদন করেন, কিন্তু সব সময় বুঝতে পারেন না কিভাবে পণ্য অন্যান্য রাজ্যে বা বিদেশে রপ্তানি করা যায়। তার জন্যে সরকারের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এফপিসি ও সার্ভিস প্রদানকারীদের গঠন করা হয়েছে। তাদের সাহায্যে এই রপ্তানি আরো সুবিধার হয়েছে।

তিনি আরো জানান ২০২৩-২৪ সাল থেকে এখন পর্যন্ত ত্রিপুরার অর্গানিক পণ্য ৫.৫০ কোটি টাকার বেশি রপ্তানি হয়েছে এবং আগামী মাসে তিনটি এফপিসি জার্মানির বায়োফ্যাক—বিশ্বের শীর্ষস্থানীয় জৈব খাদ্য বাণিজ্য মেলায় অংশগ্রহণ করবে।

Leave a Reply