রাজধানীর রামনগরে রিক্সা চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ২ জানুয়ারি: রাজধানী আগরতলার রামনগর এলাকার নিবেদিতা ক্লাব সংলগ্ন এলাকায় এক রিক্সা চালককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আক্রান্ত রিক্সা চালকের নাম দিদার হোসেন। তার অভিযোগ, নাম বলার পরই তিনি মুসলমান সম্প্রদায়ের অন্তর্ভুক্ত—এ কথা জানতে পেরে কয়েকজন যুবক তার ওপর আচমকা হামলা চালায় এবং মারধর শুরু করে। গুরুতরভাবে আহত অবস্থায় তিনি কোনও মতে ঘটনাস্থল থেকে রক্ষা পান।

পরবর্তী সময়ে দিদার হোসেন পশ্চিম আগরতলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, সম্প্রতি বাংলাদেশের হিন্দু নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই তাকে মুসলিম পরিচয়ের কারণে মারধর করা হয়েছে।

ঘটনার পর পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় যাতে সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply