নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর : ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ওএনডিসি) দেশের ই-কমার্স ক্ষেত্রকে আমূল বদলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল। তিনি জানান, ডিজিটাল বাণিজ্যকে গণমুখী ও অন্তর্ভুক্তিমূলক করে তুলতেই ওএনডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় পীযূষ গোয়াল বলেন, গত চার বছরে ওএনডিসি পণ্য ও পরিষেবা—উভয় ক্ষেত্রেই ই-কমার্সকে গণতান্ত্রিক করেছে। উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এবং উদ্ভাবন ও সহযোগিতাকে উৎসাহিত করার মাধ্যমে এই উদ্যোগ দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।
তিনি আরও বলেন, ওএনডিসি ডিজিটাল ইকোসিস্টেমে আস্থা বৃদ্ধি করেছে। এর ফলে উপকৃত হচ্ছেন ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষই। বিশেষ করে ছোট দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল বাজারের সঙ্গে যুক্ত করে সকলের জন্য বাজারে প্রবেশাধিকার আরও প্রসারিত হয়েছে।
২০২২ সালে চালু হওয়া ওএনডিসি একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগ, যার লক্ষ্য ডিজিটাল বা ইলেকট্রনিক নেটওয়ার্কের মাধ্যমে পণ্য ও পরিষেবা বিনিময়ের প্রতিটি ক্ষেত্রে উন্মুক্ত নেটওয়ার্ক গড়ে তোলা। এই উদ্যোগের মাধ্যমে দেশের সর্বত্র বিক্রেতা, ক্রেতা ও পরিষেবা প্রদানকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে বিশেষভাবে ক্ষমতায়িত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ওএনডিসির মাধ্যমে ভারতের ই-কমার্স ক্ষেত্র আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠছে, যা দীর্ঘমেয়াদে দেশের ডিজিটাল অর্থনীতিকে নতুন গতি দেবে।

