এবিভিপি ত্রিপুরা প্রদেশের সভাপতি ও সম্পাদক ঘোষণা

আগরতলা, ৩০ ডিসেম্বর: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ত্রিপুরা প্রদেশের প্রদেশ সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন প্রো. দেবরাজ পানিগ্রাহী। একই সঙ্গে প্রদেশ সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন রবি শংকর হালদার।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ছাত্রসমাজের স্বার্থরক্ষা, শিক্ষার মানোন্নয়ন এবং জাতীয় চেতনাবোধকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

এবিভিপি ত্রিপুরা প্রদেশের বিভিন্ন স্তরের কার্যকর্তা ও সমর্থকরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের সফল ও গতিশীল কার্যকালের কামনা করেছেন।

Leave a Reply