স্বচ্ছতার বার্তা নিয়ে বীরচন্দ্রমনু মনপাথর বাজারে আরক্ষা প্রশাসন ও মনু ইয়ুথ সোসাইটির উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি

আগরতলা, ২৯ ডিসেম্বর: মনপাথর আরক্ষা প্রশাসন ও মনু ইয়ুথ সোসাইটির যৌথ উদ্যোগে আজ বীরচন্দ্রমনু মনপাথর বাজারে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।

এদিন বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলার বিষয়ে উপস্থিত সকলকে বার্তা দেওয়া হয়। পাশাপাশি স্বচ্ছ ও সুন্দর পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে স্বচ্ছ ভারত অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।

মনু ইয়ুথ সোসাইটি ও আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ সমাজ গঠনের জন্য পরিচ্ছন্নতার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে বলে উদ্যোক্তারা জানান।

Leave a Reply