আগরতলা, ২৯ ডিসেম্বর: দীর্ঘ প্রায় এক দশক থেকে দেড় দশক ধরে শান্তিপূর্ণ এলাকা হিসেবেই পরিচিত ছিল সোনামুড়া বটতলী বাজার। এই দীর্ঘ সময়ে চুরির মতো কোনো বড় ঘটনার খবর না থাকায় এলাকায় স্বস্তির পরিবেশ ছিল। তবে হঠাৎ ঘটে যাওয়া একটি চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী বাজারের ব্যবসায়ী নিটু দাস প্রতিদিনের মতো রবিবার রাতে দোকান গুছিয়ে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান। সোমবার সকালে দোকান খুলতে এসে তিনি দেখতে পান দোকানের দরজা ভাঙা এবং ভেতরে থাকা বিভিন্ন দামি সামগ্রী চুরি হয়ে গেছে।
দোকানদার নিটু দাস জানান, সামনে বটতলী বাজারে পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে তিনি দোকানে রানি তেলসহ বিভিন্ন দামি পণ্য মজুত করেছিলেন। চোরের দল ওই সব মালপত্রের পাশাপাশি দোকানের ক্যাশ বক্সে রাখা প্রায় ৭ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে এই বাজারে ব্যবসা করলেও এর আগে এমন ঘটনার সম্মুখীন হননি। এলাকাবাসীদের একাংশের অনুমান, মাদকাসক্ত বা নেশাগ্রস্ত চক্র এই চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকান পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক মাস ধরে সোনামুড়ার বিভিন্ন অলিগলিতে ঘোরাফেরা করা নেশাগ্রস্তদের গৃহবন্দী থাকায় চুরির ঘটনা কমে গিয়েছিল। কিন্তু সম্প্রতি তারা আবার ছাড়া পাওয়ায় পুনরায় এ ধরনের চুরির ঘটনা ঘটতে শুরু করেছে। সাধারণ মানুষের দাবি, এই ধরনের অপরাধ রুখতে কঠোর ব্যবস্থা না নিলে আগামী দিনে চুরির ঘটনা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

