ভাড়া বাড়িতে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২৮ ডিসেম্বর: ভাড়া বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রীর নাম ঈশা ত্রিপুরা(১৭)। সে গার্লস বোধজং স্কুলের ছাত্রী।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঈশা ত্রিপুরা লালবাহাদুর এলাকার চিনু চৌহানের বাড়িতে ভাড়া থাকত। গতকাল রাত থেকে পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ হচ্ছিল না। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ধলাই জেলার ধুমাছড়ায় অবস্থিত তার বাড়ি থেকে বাড়ির মালিককে ফোন করে বিষয়টি খোঁজ নিতে বলা হয়।

বাড়ির মালিক ঘরে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

খবর পেয়ে মৃত ছাত্রীর বোন ও কাকা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে। এই অকাল মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply