উদয়পুরে বাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত, অভিযুক্ত বাইক আরোহী আটক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ ডিসেম্বর: উদয়পুরে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা। উদয়পুরের খিলপাড়া–তালতলা এলাকায় একটি দ্রুতগতির বাইকের ধাক্কায় মৃত্যু হয় রেনুকা পাল (৮৫) নামে এক বৃদ্ধা মহিলার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রেনুকা পাল খিলপাড়া বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় আচমকা দ্রুতগতিতে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনার খবর পেয়ে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় অভিযুক্ত বাইক আরোহীর নাম জুটন দাস(১৮)। দুর্ঘটনার পর কাকরাবন থানার পুলিশ তাকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতি ও অসাবধানতাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply