আগরতলা, ৭ ডিসেম্বর: দিনদুপুরে ভয়াবহ আগুনে এক পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেল। খোয়াই সমতল পদ্মবিল হাতকাটা বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অজিত শুক্ল বৈদ্যের বাড়িতে বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘক্ষণ চেষ্টা চালালেও ঘরবাড়ি, ধানের গোলা, মূল্যবান নথি—কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন বাড়ির মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় দশটা নাগাদ হঠাৎই অজিত শুক্ল বৈদ্যের বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরের অন্যান্য অংশে। বাড়ির পাশে থাকা দুটি ধানের গোলাতেও আগুন লেগে যায়, ফলে দাউদাউ করে জ্বলতে থাকে পুরো ঘরবাড়ি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার কারণ তদন্ত করছে।
আগুনের তাপে এবং দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় ঘরে থাকা মূল্যবান সামগ্রীগুলি উদ্ধার করার কোনও সুযোগ পাননি পরিবারের সদস্যরা। পুড়ে যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—গুরুত্বপূর্ণ নথি,স্বর্ণালংকার, নগদ অর্থ, ধানের মজুত, পোশাক, ইলেকট্রনিক সামগ্রী, আসবাবপত্র। সব মিলিয়ে পরিবারের প্রায় সবকিছুই আগুনে ছাই হয়ে যায়।
খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ক্ষয়ক্ষতি অপূরণীয় হয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের পরেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। চোখের সামনে প্রতিবেশীর সর্বনাশ দেখতে পেয়ে তাঁরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন। হঠাৎ এই অগ্নিকাণ্ডে পরিবারটি এখন কার্যত গৃহহীন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

