নয়াদিল্লি, ৩ ডিসেম্বর:
অবৈধভাবে দেশে প্রবেশকারীদের কোনও আইনি অধিকার নেই বলে স্পষ্ট মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেছে, যে সকল ব্যক্তি বেআইনিভাবে দেশে ঢোকেন, তাদের জন্য ‘রেড কার্পেট’ বিছানো যায় না। গতকাল রোহিঙ্গা সম্প্রদায়ের কয়েকজনের হেফাজত থেকে নিখোঁজ হওয়ার অভিযোগে দায়ের করা হেবিয়াস কর্পাস আবেদন শুনানিকালে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি সুর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির দ্বৈত বেঞ্চ।
বেঞ্চ পর্যবেক্ষণ করে জানায়, দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত সুবিধা ও সুযোগ-সুবিধা অবৈধ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। তবে আদালত একই সঙ্গে স্পষ্ট করে দেয় যে, অবৈধ অভিবাসীদের ওপর কোনও অবস্থাতেই হেফাজতে নির্যাতন বা শারীরিক নির্যাতন চালানো যাবে না।

