নয়াদিল্লি, ৩ ডিসেম্বর:
দেশজুড়ে প্রায় শতভাগ রেশন কার্ড ইতোমধ্যেই ডিজিটাইজড হয়েছে বলে লোকসভায় জানালেন কেন্দ্রীয় খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি। প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মোট ২০.৫৮ কোটি পরিবারভিত্তিক রেশন কার্ডের প্রায় সবকটিই এখন ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত।
মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা–র আওতায় সুবিধাভোগীরা বিনামূল্যে রেশন পাচ্ছেন এবং এই প্রকল্প ২০২৯ সাল পর্যন্ত চালু থাকবে। তিনি আরও বলেন, এই যোজনার অধীনে যোগ্য প্রতিটি পরিবারে প্রতি সদস্যকে প্রতি মাসে পাঁচ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করা হচ্ছে।

