শীতকালীন অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক, ১৪টি বিল আলোচনার তালিকায়

নয়াদিল্লি, ৩০ নভেম্বর : রবিবার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে পার্লামেন্ট হাউস কমপ্লেক্সে বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের সঙ্গে বৈঠক করে কেন্দ্র সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৈঠকের সভাপতিত্ব করেন এবং সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তা আহ্বান করেন।

বৈঠকে মোট ৩৬টি রাজনৈতিক দলের ৫০ জন নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও রাজ্যসভার নেতা জে.পি. নাড্ডা, আইন ও বিচার মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং সংসদীয় বিষয়ক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রতিমন্ত্রী এল. মুরুগন।

রাজনাথ সিং বৈঠকের সূচনা করে আলোচনার এজেন্ডা উপস্থাপন করেন। রিজিজু জানান, শীতকালীন অধিবেশন আগামী ১ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। মোট ১৯ দিনের মধ্যে ১৫টি অধিবেশন হবে। তিনি জানান, সরকার মোট ১৪টি আইন প্রণয়ন ও অন্যান্য ব্যবসা সম্পর্কিত বিষয় বিবেচনার জন্য নির্ধারণ করেছে।

তিনি আরও বলেন, সংসদের নিয়ম অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের উত্থাপিত যেকোনও বিষয় আলোচনার জন্য সরকার প্রস্তুত। বৈঠকে উপস্থিত বিভিন্ন দলের নেতারা অধিবেশন চলাকালীন উত্থাপনযোগ্য বিষয় নিয়ে মতামত জানান এবং দুই কক্ষের নির্বিঘ্ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

রাজনাথ সিং ও কিরেন রিজিজু বৈঠকে অংশগ্রহণ ও মতামত জানানোর জন্য সকল নেতাকে ধন্যবাদ জানান।

শীতকালীন অধিবেশন ২০২৫-এ সরকার মোট ১৪টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। আইন প্রণয়ন সংক্রান্ত ব্যবসার মধ্যে রয়েছে জন বিশ্বাস (বিধানের সংশোধন) বিল, ২০২৫; ইনসলভেন্সি অ্যান্ড ব়্যাংকরাপ্সি কোড (সংশোধন) বিল, ২০২৫; মণিপুর পণ্য ও পরিষেবা কর (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৫, যা একটি অধ্যাদেশ প্রতিস্থাপনের উদ্দেশ্যে উত্থাপন করা হবে। এ ছাড়াও রিপিলিং অ্যান্ড অ্যামেন্ডিং বিল, ২০২৫; ন্যাশনাল হাইওয়েজ (সংশোধন) বিল, ২০২৫; অ্যাটমিক এনার্জি বিল, ২০২৫; কর্পোরেট আইন (সংশোধন) বিল, ২০২৫; সিকিউরিটিজ মার্কেটস কোড বিল (এসএমসি), ২০২৫; ইনস্যুরেন্স আইন (সংশোধন) বিল, ২০২৫; আর্বিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন (সংশোধন) বিল, ২০২৫; হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল, ২০২৫; সেন্ট্রাল এক্সসাইজ (সংশোধন) বিল, ২০২৫ এবং হেলথ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল, ২০২৫ আলোচনায় উঠতে পারে। আর্থিক কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫–২৬ অর্থবর্ষের প্রথম দফা সম্পূরক অনুদানের দাবি উপস্থাপনা, আলোচনা ও ভোটাভুটি, সঙ্গে সংশ্লিষ্ট বরাদ্দ বিলও অধিবেশনে গৃহীত হবে বলে জানা গেছে।

শীতকালীন অধিবেশনকে কার্যকর ও ফলপ্রসূ করতে কেন্দ্র সরকার আগাম আলোচনা সেরে নিল। বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতার আশ্বাস পাওয়ায় গুরুত্বপূর্ণ বিল ও আলোচনাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
______