নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৫ নভেম্বর: শনিছড়া এলাকায় ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সোমবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) ধর্মনগর শাখার প্রতিনিধি দল চুরাইবাড়ি থানায় ডেপুটেশন দিতে রওনা হয়। প্রতিনিধি দলটি কালাছড়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছতেই হঠাৎ উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।
অভিযোগ, সেখানে যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন আকস্মিকভাবে উপস্থিত হয়ে প্রতিনিধি দলের ওপর আক্রমণ চালান। এই হামলায় এবিভিপির উত্তর জেলা সংযোজক অনিকেত দেবসহ একাধিক সদস্য আহত হন। অনিকেত দেব গুরুতর জখম অবস্থায় প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাঁকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর ক্ষুব্ধ এবিভিপি কর্মীরা ধর্মনগর থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে কদমতলা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

