দুর্যোগ প্রস্তুতিতে ‘যুব আপদ মিত্র ক্যাম্প ২০২৫’ : সহনশীল যুব সমাজ গঠনে অগ্রণী ভূমিকা ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি’র

আগরতলা, ৫ নভেম্বর: এনডিএমএ প্রকল্পের আওতায় ১৫ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি’র উদ্যোগে আয়োজিত ‘যুব আপদ মিত্র ক্যাম্প ২০২৫’ আজ আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সূচনা হয়েছে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলা এই দশদিনব্যাপী প্রশিক্ষণ শিবিরে ৮০০ জন এনসিসি ক্যাডেট, যার মধ্যে অর্ধেক নারী অংশগ্রহণকারী, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্ণেল কুশ কুমার শর্মা। অনুষ্ঠানের অতিথি ছিলেন সিনিয়র ত্রিপুরা সিভিল সার্ভিস কর্মকর্তা জে. ভানলাল দুয়াতি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, অসম পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ব্রিগেডিয়ার রণজিৎ বড়ঠাকুর, অসম পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস দীপক শর্মা এবং রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের রাজ্য প্রকল্প আধিকারিক ড. শরৎ কুমার দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনসিসি গ্রুপ হেডকোয়ার্টার শিলচরের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিংহ বলেন, এই ক্যাম্পের মূল লক্ষ্য হলো ক্যাডেটদের এমনভাবে দক্ষ করে তোলা, যাতে তারা জরুরি অবস্থায় প্রথম প্রতিক্রিয়াশীল হিসেবে কাজ করতে পারে। সাহস, শৃঙ্খলা ও জ্ঞানের সমন্বয়ে তারা সমাজের প্রকৃত সেবক হয়ে উঠবে। এই প্রশিক্ষণ এনসিসি’র মূল মন্ত্র ঐক্য ও শৃঙ্খলা’র প্রকৃত প্রতিফলন।

এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বৃদ্ধির পাশাপাশি সমাজে সেবার মনোভাব গড়ে তোলার লক্ষ্য নিয়েছে এনসিসি।