কৈলাসহর, ৩ নভেম্বর : গতকাল রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কৈলাসহর কুমারঘাট সড়কের জলাই গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা রঞ্জিত ঘোষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেদিন রাতে রঞ্জিত ঘোষ নিজের বাড়ির পাশে সড়কের একধারে বসেছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় রঞ্জিত ঘোষ সড়কে ছিটকে পড়েন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ঘটনাস্থলেই রক্তে ভেসে যায় রাস্তা। এলাকাবাসীরা তৎক্ষণাৎ দমকলকর্মীরা খবর দিলে দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।
কিন্তু সেখানেই কর্তব্যরত চিকিৎসকরা রঞ্জিত ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের দাবি, ওই সড়কে প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল করে, কিন্তু প্রশাসনের নজরদারি একেবারেই নেই। পুলিশ গাড়িটিকে শনাক্ত করে চালকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

