নয়াদিল্লি, ২০ অক্টোবর : ইয়েমেনের আডেন উপকূলে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন লাগার পর ক্যামেরুন পতাকাবাহী এলপিজি ট্যাংকার এমভি ফ্যালকন থেকে ২৩ জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল, যখন জাহাজটি আডেন থেকে প্রায় ১১৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল এবং জিবুতির দিকে যাত্রা করছিল।
প্রাথমিক রিপোর্টে জানা গেছে, বিস্ফোরণটি সম্ভবত দুর্ঘটনাজনিত, যদিও সঠিক কারণ এখনও তদন্তাধীন।
ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী পরিচালিত অপারেশন অ্যাসপিডস জানিয়েছে, শুরুতে জাহাজের ২৪ জন নাবিক এমভি ফ্যালকন থেকে বেরিয়ে আসেন। তাঁদের মধ্যে ২৩ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে দু’জন নাবিক এখনও নিখোঁজ, এবং একজন নাবিক জাহাজের ভেতরেই রয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, অপারেশন অ্যাসপিডস হলো ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিরক্ষামূলক সামুদ্রিক মিশন, যার মূল উদ্দেশ্য রেড সি ও গালফ অব আডেনে বেসামরিক জাহাজ ও নাবিকদের সুরক্ষা প্রদান।
ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এবং কর্তৃপক্ষ বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহে তৎপর।

