অমরাবতী, ১৯ অক্টোবর : দীপাবলি উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু রাজ্যের সরকারি কর্মীদের জন্য একাধিক সুবিধা ঘোষণা করেছেন। শনিবার রাতে জারি করা এক সরকারি বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১ নভেম্বর থেকে এক কিস্তি মহার্ঘ ভাতা মুক্তি দেওয়া হবে। এতে রাজ্য সরকারের মাসিক ব্যয় হবে প্রায় ১৬০ কোটি।
মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলি উৎসব প্যাকেজের অংশ হিসেবে আমরা ১ নভেম্বর থেকে একটি মহার্ঘ ভাতা কিস্তি মুক্তি দিচ্ছি।”
এর পাশাপাশি পুলিশ বিভাগের উপার্জিত ছুটির অর্থপ্রদানও দুই কিস্তিতে ভাগ করে পরিশোধের ঘোষণা দেন তিনি। এই বাবদ ১০৫ কোটি করে দুটি কিস্তিতে মোট ২১০ কোটি দেওয়া হবে।
সরকারি কর্মীদের জন্য চালু থাকা স্বাস্থ্য বীমা প্রকল্প আগামী ৬০ দিনের মধ্যে আরও কার্যকর ও সহজতর করার প্রতিশ্রুতি দেন নাইডু। এ ছাড়াও, নারী কর্মীদের জন্য ১৮০ দিনের ‘চাইল্ড কেয়ার লিভ’ (সন্তান পরিচর্যা ছুটি) অবসরের আগেই গ্রহণযোগ্য করা হয়েছে।
চন্দ্রবাবু নাইডু আরও ঘোষণা করেন, সরকারি কর্মচারী সংগঠনের অফিস বিল্ডিংগুলোর ওপর সম্পত্তি কর মকুব করা হয়েছে। এছাড়া রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর কর্মীদের পদোন্নতি দীপাবলির উপহারস্বরূপ অনুমোদিত হয়েছে।
তিনি জানান, কিছু পদে নাম পরিবর্তনের মাধ্যমে নতুন করে পুনর্নির্ধারণ করা হবে। পে রিভিশন কমিশন-এর বিষয়ে কর্মচারী সংগঠনগুলোকে তাঁর ওপর ভরসা রাখতে বলেন নাইডু এবং আশ্বাস দেন, এই বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
অর্থনৈতিক সংকট সত্ত্বেও রাজ্য সরকার ইতিমধ্যেই কর্মীদের বকেয়া ১৫,৯২১ কোটি পরিশোধ করেছে এবং পূর্বতন ওয়াইএসআরসিপি সরকারের অধীনে থাকা ২৩,৫৫৬ কোটি বকেয়া তথ্যব্যবস্থায় আপলোড করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, রাজ্য সরকার বর্তমানে মোট ব্যয়ের ৯১ শতাংশ অর্থাৎ ৫১,৪৫২ কোটি শুধুমাত্র প্রশাসনিক খাতে ব্যয় করছে, যেখানে প্রতিবেশী রাজ্যগুলোর এই ব্যয় অনেক কম—তেলেঙ্গানায় ৩৮ শতাংশ, তামিলনাড়ুতে ৪২ শতাংশ এবং কর্ণাটকে ৩৯ শতাংশ।
“প্রতি মাসের প্রথম দিনই বেতন প্রদান করা হচ্ছে এবং একটি মন্ত্রিসভা উপকমিটি গঠন করে কর্মচারীদের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে,” বলে জানান মুখ্যমন্ত্রী।
সরকারি কর্মীদের জন্য নাইডুর এই ঘোষণা দীপাবলির আগে যথেষ্ট স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে বলে মনে করছে প্রশাসনিক মহল।

