পৃথক স্থানে যান সন্ত্রাসে মৃত্যু এক, গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ খোয়াই ও চড়িলামের পৃথক দুর্ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা যায়, খোয়াই থেকে ব্যবসা বাণিজ্য সেরে সিঙ্গিছড়াস্থিত বাড়িতে ফিরছিলেন সবজি ব্যবসায়ী নিকুঞ্জ দেবনাথ৷ রাত দশটা নাগাদ পেছন দিক থেকে আসা একটি বাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন৷ তাকে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখান তেকে তাকে জিবি হ াসপাতালে স্থানান্তর করা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ বুধবার সকাল নাগাদ জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  নিকুঞ্জ দেবনাথ নামে ঐ সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ বাইকটির হদিশ মিলেনি৷ এদিকে, চড়িলাম বাজারে বাইক দুর্ঘটনায় তিন যুবক গুরুতরভাবে আহত  হয়েছে৷ আহতরা হল  মুতালেব হুসেন, সুমন দেবনাথ ও রঞ্জিত বৈদ্য৷ দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা ফায়ার সার্ভিসে খবর দেন৷ অপেক্ষাকৃত বিলম্বে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে৷ তাতে স্থানীয় লোকজনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ফায়ার সার্ভিসের কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেছেন ঐ এলাকার লোকজন৷ আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *