১৪ মাসের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার, অভিযুক্ত দাদু আটক

পানিসাগর, ১২ অক্টোবর : এক মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় পানিসাগরের পদ্মবিল এলাকা। বাড়ির পাশে কাদার নিচ থেকে উদ্ধার হল মাত্র ১৪ মাসের এক শিশুকন্যার মৃতদেহ। প্রাথমিক ধারণা, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে পানিসাগর থানাধীন পদ্মবিল এলাকার ৫ নং ওয়ার্ডে। শিশুকন্যার পরিবারের অভিযোগ, শিশুকন্যাকে ধর্ষণের পর খুন করে মৃতদেহটি মাটির নিচে পুঁতে রাখে তারই দাদু জয়নাল উদ্দিন। এই ঘটনা সামনে আসতেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা এবং পরিবারের সদস্যরা দ্রুত খবর দেন পুলিশকে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পানিসাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কাদার নিচ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদু জয়নাল উদ্দিন পলাতক ছিল। তবে পুলিশি তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়েছে। রবিবার সকালে আসাম রাজ্যের নিলামবাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার জানিয়েছেন, এই মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।