আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি শাসিত রাজ্যে ফের রাজনীতি উত্তপ্ত। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যদের বিমানবন্দরের বাইরে বেরোতেই দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি, পুলিশ প্রশাসন কোনও প্রকার সহযোগিতা করছে না। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিমানবন্দর চত্বরে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। তাঁদের দাবি, ১০ মিনিটের মধ্যে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হোক। তা নাহলে পায়ে হেঁটেই দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তাঁরা।
এদিন সাংসদ সায়নী ঘোষ বলেন, ডবল ইঞ্জিন সরকার চালিত রাজ্যে দুয়ারে গুণ্ডারাজ, আর বাংলার দুয়ারে সরকার। এটাই বিজেপি আর আমাদের দলের পার্থক্য। ত্রিপুরায় তৃণমূলের সাংসদ, মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি সরকার সাধারণ মানুষকে সুরক্ষা দেবে কীভাবে, প্রশ্ন তুলেন তিনি।
এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা সফরে গিয়ে দলের সদস্যরা কীভাবে বাধার মুখে পড়ছেন ইতিমধ্যেই ত্রিপুরাবাসী জানতে পেরেছেন। জনগণ দেখতে পারছে বিমানবন্দরের বাইরে বিশাল পুলিশি ব্যারিকেড, প্রতিনিধিদের রাস্তায় বসে প্রতিবাদ করতে। আজকের এই ঘটনার জন্য বিজেপি সরকার লজ্জা লাগা দরকার।
এদিন সুদীপ রাহা বলেন, গণতন্ত্রে বিরোধী কণ্ঠ রোধ করা যায় না। প্রশাসনের এহেন ব্যবহার অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাই প্রমাণ করে বিজেপি শাসিত রাজ্যে বিরোধীদের জন্য কোনও গণতান্ত্রিক পরিসর নেই। এ নিয়ে কেন্দ্র ও রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতারও তীব্র সমালোচনা করেছেন তাঁরা।

