ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস : গুজরাট, কোকণ, গোয়া, মহারাষ্ট্রসহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির সম্ভাবনা

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) আজ সোমবার জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের একাধিক অঞ্চলে প্রবল বর্ষণ ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষত সোরাষ্ট্র, কচ্ছ, গুজরাট, কোকণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ছয় দিন (৩০ সেপ্টেম্বর বাদে) কোকণ-গোয়া ও মধ্য মহারাষ্ট্রের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রঝড় হতে পারে। তবে ৩০ সেপ্টেম্বর সোরাষ্ট্র ও কচ্ছের আলাদা আলাদা অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, ২৯ ও ৩০ সেপ্টেম্বর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে, ২ থেকে ৪ অক্টোবর পশ্চিমবঙ্গ ও সিকিমে, ১ থেকে ৪ অক্টোবর বিহারে, ২ থেকে ৪ অক্টোবর ঝাড়খণ্ডে, ৫ অক্টোবর পশ্চিম মধ্যপ্রদেশে, ৪ ও ৫ অক্টোবর পূর্ব মধ্যপ্রদেশ ও বিদর্ভ অঞ্চলে, ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ছত্তিশগড় ও ওডিশার অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, ২ অক্টোবর গঙ্গা সমতল পশ্চিমবঙ্গে, ৩ ও ৪ অক্টোবর উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ ও সিকিমে এবং ৪ ও ৫ অক্টোবর বিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া দফতর আজ আরও পূর্বাভাস দিয়েছে যে, আন্ধ্রপ্রদেশ, গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ওডিশা, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন এই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে অনুমান।

উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রেও আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অসম ও মেঘালয়ে, ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় এবং ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অরুণাচল প্রদেশে বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া, ২ ও ৩ অক্টোবর অসম ও মেঘালয়ে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।