নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা (পিএমডিডিকেওয়াই)–র আওতায় জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলা ‘আকাঙ্ক্ষী কৃষি জেলা’ হিসেবে নির্বাচিত হয়েছে। এই ঘোষণার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং কেন্দ্র সরকার ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি একে কিশতওয়ারের জন্য “অভূতপূর্ব সাফল্য” বলে উল্লেখ করেছেন।
সোমবার ‘এক্স’ প্ল্যাটফর্মে জিতেন্দ্র সিং লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুদূরপ্রসারী ভাবনার ফলেই সারা দেশের ১০০টি জেলা বেছে নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে কিশতওয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এই অঞ্চলের কৃষি উন্নয়নের জন্য বড় পদক্ষেপ।
কৃষিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই পদক্ষেপ কৃষিতে নতুন দিগন্ত খুলে দেবে এবং এই দুর্গম অঞ্চলে কৃষি উদ্যোক্তা ও স্টার্টআপগুলিকে উৎসাহিত করবে। গত কয়েক দশক ধরে যার প্রতি যথাযথ মনোযোগ দেওয়া হয়নি। জিতেন্দ্র সিং দাবি করেন, ‘পার্পল ক্রান্তি’র পর কিশতওয়ারের এই উদ্যোগ ডোডা জেলা অঞ্চলের আর এক গুরুত্বপূর্ণ কৃষি বিপ্লবের সূচনা করবে।
এর আগে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান চিঠি দিয়ে জিতেন্দ্র সিংকে জানান, বাজেট ২০২৫-২৬–এ ঘোষিত পিএমডিডিকেওয়াই প্রকল্প ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে শুরু হয়ে ছয় বছর চলবে। গত ১৬ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্প অনুমোদন করেছে এবং অক্টোবর ২০২৫–এ এর আনুষ্ঠানিক সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
চৌহান আরও জানান, কম উৎপাদনশীলতা, কম ফসল সঘনতা এবং স্বল্পমেয়াদি ঋণ বিতরণে ঘাটতি—এই তিনটি সূচকের ভিত্তিতে দেশের ১০০টি জেলা বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে জম্মু-কাশ্মীরের কিশতওয়ার অন্যতম।

