নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর : নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলমান বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ অসাধারণ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন অরুণাচল প্রদেশের তিন জাতীয় টেকনিক্যাল অফিসিয়াল। এই প্রথমবার ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এই বিশ্ব মানের প্রতিযোগিতা, যা চলবে ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
প্রতিযোগিতায় ১০০টিরও বেশি দেশের ১,৭০০-এর বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন, যেখানে ১৮৬টি পদক ইভেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন ১,০০০-রও বেশি অফিসিয়াল। এর মধ্যে অরুণাচল প্রদেশ থেকে অংশ নিচ্ছেন তিনজন জাতীয় টেকনিক্যাল অফিসিয়াল— তেচি সোনু, মিস টানা ইয়াহে এবং মিস তেচি নুনু। তাঁদের পেশাদারিত্ব ও অভিজ্ঞতা আন্তর্জাতিক এই মঞ্চে স্বচ্ছ ও সফল আয়োজন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই নির্বাচনের মাধ্যমে অরুণাচল প্রদেশের ক্রীড়া ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক মানসিকতা এবং শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের প্রতি সহযোগিতার মনোভাব ফুটে উঠেছে। এই তিনজন অফিসিয়ালের উপস্থিতি রাজ্যের প্যারা স্পোর্টস আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিচ্ছে।
অরুণাচলের প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা ভবিষ্যতেও রাজ্যের প্যারা অ্যাথলিট এবং ক্রীড়া অফিসিয়ালদের প্রশিক্ষণ ও উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অরুণাচল প্রদেশের প্রতিনিধিত্ব আরও দৃঢ় হয়।
বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অরুণাচলের এই সফল অংশগ্রহণ রাজ্যের ক্রীড়াজগতের জন্য এক গর্বের মুহূর্ত এবং ভবিষ্যতে আরও তরুণ-তরুণীকে এই মঞ্চে উঠে আসার অনুপ্রেরণা দেবে বলেই মত ক্রীড়ামহলের।

