আগরতলা, ২৭ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সক্রিয় ভূমিকা নিচ্ছে। সেই প্রেক্ষিতেই ত্রিপুরার যাত্রাপুর থানার পুলিশের এক তৎপর অভিযানে দক্ষিণ পাহাড়পুর পঞ্চায়েত এলাকার দাউদরানি পাড়ায় ১৫০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সিতি কন্ঠ বর্ধন জানান, ২৬ সেপ্টেম্বর রাত ৮টার পর গোপন সূত্রে খবর আসে যে দাউদরানি পাড়ার এক বাড়িতে মজুত রয়েছে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য। খবর পাওয়ার পরেই তাঁর নেতৃত্বে এক যৌথ বাহিনী খোরশেদ আলম (৪০) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে ১৫০ বোতল ফেন্সিডিল যা তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়। অভিযানে অংশ নেন দুই সাব-ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা ও প্রীতম দত্ত, সঙ্গে ছিলেন টি.এস.আর জওয়ান, পুলিশ কনস্টেবল, এবং একাধিক এস.পি.ও সদস্য। অভিযানের সময় বাড়ির মালিক খোরশেদ আলমকেও গ্রেফতার করা হয়। জানা গেছে, তাঁর পিতার নাম আলকা মিয়া।
ওসি সিতি কন্ঠ বর্ধন সংবাদমাধ্যমকে জানান, দুর্গাপূজা উপলক্ষে এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সেই কারণে থানার তরফ থেকে প্রতিনিয়ত টহলদারি ও নজরদারি চালানো হচ্ছে। কোনও ধরনের বেআইনি কাজের খবর পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, যাত্রাপুর থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর এবং মাদক চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও বড়সড় অভিযান চালানো হবে। গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ধৃতকে আজ আদালতে তোলা হয়, এবং তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।
ত্রিপুরায় মাদক পাচার ও মজুদের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকটি অভিযান চালিয়েছে পুলিশ ও প্রশাসন। এই ঘটনায় ফের একবার প্রমাণিত হল, রাজ্য পুলিশ মাদক নির্মূলের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

