কুরুনেগালা, ২৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের কুরুনেগালা জেলার প্যানসিয়াগামার মেলসিরিপুরা এলাকায় নাই উয়ানা বৌদ্ধ মঠের কাছে একটি দড়ি-চালিত রেল কার্ট ট্রলি ভেঙে পড়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাতজন বৌদ্ধ ভিক্ষু। নিহতদের মধ্যে তিনজন বিদেশি নাগরিক রয়েছেন—একজন রোমানিয়ান, একজন রাশিয়ান এবং একজন ভারতীয়। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে, যখন মোট ১৩ জন ভিক্ষু ধর্মীয় আচার শেষে পাহাড়ের উপরে অবস্থিত মঠে ফিরছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পাহাড়ের ঢালে ওঠার সময় ট্রলিটির কেব্ল হঠাৎ ছিঁড়ে যায়, যার ফলে সেটি নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং আরও চারজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দু’জন ভিক্ষু দুর্ঘটনার আগেই ট্রলি থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান।
নিহত ভারতীয় ভিক্ষু দীর্ঘদিন ধরেই নাই উয়ানা মঠে বসবাস করছিলেন। তাঁর দেহ রোমানিয়ান ও রাশিয়ান নাগরিকদের সঙ্গে গোকারেলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্যানসিয়াগামা থানার পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
ঘটনাটি স্থানীয় ও আন্তর্জাতিক বৌদ্ধ মহলে গভীর শোকের পরিবেশ সৃষ্টি করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন ও কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

