আগরতলা, ২৪ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ এক যুবকের কাছ থেকে ৮৩৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে বাইক, মোবাইল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা হবে। সাথে একজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ আধিকারিক।
পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বাঘন গজারবিল এলাকা দিয়ে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরের ভিত্তিতে তার পুলিশ অভিযান চালিয়েছে। অভিযানে কেরলের রেজিস্ট্রার করা একটি একটি বাইক আটক করে। বাইক চালকের কাছ থেকপ তল্লাশি চালিয়ে ৮৩৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। সাথে বাইক, মোবাইল উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক আনুমানিক ৪০ লক্ষাধিক টাকা হবে। তিনি আরও জানিয়েছেন, ধৃতের নাম কমর উদ্দিন, বাড়ি আসামের বাজারিছড়া থানার অন্তর্গত কাঁটালতলি গ্রামের বাঘন চার নম্বর ওয়ার্ডে।

