বিশালগড়ে অচল সিসি ক্যামেরা, ক্ষুব্ধ শহরবাসী

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শহরজুড়ে লাগানো সিসি ক্যামেরাগুলি বর্তমানে অচল হয়ে পড়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিশালগড়বাসী। প্রশ্ন উঠছে, কার স্বার্থে বা কী উদ্দেশ্যে এসব অত্যাধুনিক ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো?
স্থানীয়দের অভিযোগ, দিন দিন বাড়ছে চুরি, ছিনতাই, মারপিট ও যানবাহন দুর্ঘটনার ঘটনা। অথচ শহরের সর্বত্র স্থাপিত সিসি ক্যামেরাগুলি সচল থাকলে অপরাধমূলক কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সহজেই পাওয়া যেত। তাহলে কেনই বা এই ব্যয়বহুল প্রকল্প হঠাৎ অচল হয়ে গেল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
শহরবাসীর আশঙ্কা, সিসি ক্যামেরা চালু থাকলে অপরাধীদের সনাক্ত করা খুব সহজ হত। কিন্তু সেগুলি নষ্ট হয়ে যাওয়ায় একদিকে যেমন তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে দুষ্কৃতীরা আইনের ফাঁক গলিয়ে পার পেয়ে যাচ্ছে।
বিশালগড় থানার ওসি বিজয় দাসও স্বীকার করেছেন, “শহরে সিসি ক্যামেরাগুলি অচল থাকায় প্রশাসনিকভাবে কাজ করতে গিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে পুলিশকে।” অবিলম্বে এই ক্যামেরাগুলি সারিয়ে তোলার দাবি জানানো হয়েছে।