কমরেড গৌতম দত্তের ৪৬তম শহীদান দিবস

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় আজ মেলারমাঠ ছাত্র-যুব ভবনে কমরেড গৌতম দত্তের ৪৬তম শহীদান দিবস পালিত হয়েছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ১৯৭৭ সালে রাজ্যে তরুণ বিধায়ক হয়েছিলেন কমরেড গৌতম দত্ত। আজ তাঁর ৪৬তম শহীদান দিবস। ১৯৮০ সালে বিশালগড়ে ঘাতক বাহিনীর হাতে আক্রমণের শিকার হয়েছিলেন সে। ওই সময় জাতি উপজাতির মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে ফাটল ধরে এবং ৮০ সালের দাঙ্গা সংঘটিত হয়েছিল। তৎকালীন সময়ে নিরীহ মানুষদের পাশে দাঁড়ায়েছিল বাম ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা।