ধর্মনগরে “স্বচ্ছতাই সেবা” সচেতনতা শিবির অনুষ্ঠিত

ধর্মনগর, ১৭ সেপ্টেম্বর : বুধবার সকাল ৮টায় ধর্মনগর নেতাজী মূর্তির পাদদেশে ধর্মনগর পুর পরিষদ ও উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় “স্বচ্ছতাই সেবা” বিষয়ক সচেতনতা শিবির।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলাশাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন, মহকুমা শাসক দেবযানী দেব, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস সেন, উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রাই, সমাজসেবীদ কাজল দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক চাঁদনী চন্দ্রন জানান,২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে “স্বচ্ছ ভারত মিশন” শুরু হয়। তারই অঙ্গ হিসেবে এই “স্বচ্ছতাই সেবা” প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। সচেতনতার মাধ্যমে সমাজে পরিচ্ছন্নতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ভবিষ্যতে ধর্মনগর সহ সমগ্র উত্তর জেলার বাসিন্দারা এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।