নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : আজ ‘বলিদান দিবস’-এ পরম বীর চক্র সম্মানপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আর্দেশির বুরজোরজি তারাপোর-কে শ্রদ্ধা নিবেদন করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। এক সামাজিক মাধ্যমে পোস্টে প্রতিরক্ষা মন্ত্রী লেখেন, ১৯৬৫ সালের যুদ্ধে নিজের জীবন বাজি রেখে তিনি শত্রুপক্ষের বহু ট্যাংক ধ্বংস করেছিলেন। গুরুতর আহত হওয়া সত্ত্বেও শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করে গিয়েছিলেন তিনি। তাঁর অপরাজেয় সাহস এবং সর্বোচ্চ আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অন্যদিকে, আজ সকালে মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগোলাম নয়াদিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সদৈব অটল-এ গিয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী-কেও শ্রদ্ধা জানান।
ডঃ রামগোলাম পরে ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ বিকেলে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নতুন সংসদ ভবন-ও পরিদর্শন করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মরিশাসের প্রধানমন্ত্রী গতকাল নয়াদিল্লিতে পৌঁছান। তিনি তাঁর আট দিনের ভারত সফরে ইতিমধ্যেই তিরুপতি, মুম্বাই, বারাণসী, অযোধ্যা এবং দেরাদুন সফর সম্পন্ন করেছেন। আজ তাঁর রাষ্ট্রীয় সফরের শেষ দিন।

