আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতঘর। ওই ঘটনা কুমারঘাট সারদাপল্লি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক লক্ষাধিক টাকা হবে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।
ঘটনা বিবরনে জানা গিয়েছে, গতকাল রাতে কুমারঘাট পুরপরিষদের সারদাপল্লী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা নির্মল দেবের বাড়িতে হঠাৎ ভয়াবহ আগুনে পুরো ঘরটি সম্পূর্ণ জলসে যায়। তৎসঙ্গে নির্মল দেবের বাবা অমর দেব ও প্রতিবেশী কৃষ্ণ দেবের বাড়ি মিলে মোট তিনটি ঘরে আগুনের ক্ষয়ক্ষতি শিকার হয়েছে।অগ্নিকান্ডে সোনার গয়না, নগদ অর্থ, নথিপত্র সহ ঘরের অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে যায়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কুমারঘাট দমকলকর্মী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরা এলাকাবাসীর সহযোগিতায় আগুনটি নিয়ন্ত্রণে আনে কিন্তু ঘরের কোন কিছু উদ্ধার করা যায়নি।
এই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়ীতে আজ সকালে সমাজের স্বজন ব্যক্তি রাজনীতিক দলের ব্যাক্তিরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় প্রশাসননের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে কি আশ্বাস প্রদান করে তা নিয়ে তাকিয়ে আছে এলাকার মানুষ। যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তারাও সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আর্জি জানিয়েছেন ।

