ভোট চোর গদি ছোড়’ কর্মসূচির পরবর্তী ধাপ স্বাক্ষর সংগ্রহ: প্রদেশ কংগ্রেস

আগরতলা, ১৫ সেপ্টেম্বর : ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ভোট চুরি স্বাক্ষর অভিযানের কর্মসূচির অঙ্গ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পাঁচ কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রপতি সহ ভারতের নির্বাচন কমিশনের নিকট দাবী সনদ পেশ করা হবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, গণতন্ত্র প্রতিটি ভোটের শক্তির উপর নির্ভরশীল। আজ এই ভিত্তিই আক্রান্ত। বিভিন্ন নির্বাচনী এলাকায় ভোটার তালিকার লক্ষাধিক নামের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য যেমন সঠিক ছবি নেই। অনেক নাম দ্বৈতভাবে তালিকাভুক্ত, আবার বহু নাম তালিকা থেকে বাদ পড়ে গেছে। বিশেষ সম্প্রদায়গুলোকে লক্ষ্য করে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হচ্ছে এবং ভুয়া প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ভোটারদের দমন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি যোগ্য নাগরিকের নাম নির্বাচনী তালিকায় থাকা উচিত। তাই জনগণের প্রতি দেশব্যাপী স্বাক্ষর অভিযানে যোগ দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ।

তাই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি জানানো হয়েছে, ছবি-সংবলিত মেশিনে পঠনযোগ্য ভোটার তালিকা প্রস্তুত করে জনসমক্ষে পর্যালোচনার জন্য উন্মুক্ত করা, প্রতিটি নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ ও সংযোজনের তালিকা (ছবিসহ) জনসমক্ষে প্রকাশ করা, ভোটার তালিকা থেকে ভুলভাবে নাম বাদ পড়ার ক্ষেত্রে সহজলভ্য অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা চালু করা, শেষ মুহূর্তে ভোট বাদ দেওয়া বা সংযোজন এড়াতে হবে এবং যথেষ্ট আগেই একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করা এবং পরিকল্পিতভাবে ভোটার দমন প্রক্রিয়ায় জড়িত কর্মকর্তাদের/এজেন্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।